পুশব্যাক নয় মংড়ু নেওয়া হবে ৭২৭ অভিবাসীকে

Slider জাতীয়

myanmar_sm_524345791

কক্সবাজার: মায়ানমারে উদ্ধার হওয়া ৭২৭ জন অভিবাসীকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে না। তাদের নিয়ে যাওয়া হবে মায়ানমারের মংড়ু শহরে।

টেকনাফের বিজিবি-৪২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বাংলানিউজকে জানান, মায়ানমারের পক্ষ থেকে বিজিবিকে একটি চিঠি দেওয়া হয়েছে। এতে উল্লেখ আছে উদ্ধার হওয়া ৭২৭ জন অভিবাসীকে ৩ জুন (বুধবার) মায়ানমার নৌবাহিনীর পাহারায় দু’টি ট্রলারে করে মংড়ু শহরে নিয়ে যাওয়া হবে।

যদি এর ব্যতয় ঘটে অর্থাৎ অভিবাসীদের বাংলাদেশি জলসীমায় প্রবেশের চেষ্টা করানো হয় তাহলে পুশব্যাক ঠেকাতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোন মূল্যে পুশব্যাক ঠেকানো হবে বলেও বিজিবি-৪২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া অভিবাসীদের একটি পূর্ণাঙ্গ তালিকা চেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হলেও তার কোন তালিকা তারা পাঠায়নি। এ কারণে প্রতিনিধি দলটি মায়ানমার যায়নি। এ নিয়ে ওই দেশের কর্তৃপক্ষ ল‍ুকোচুরি করছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *