জাতীয় সংসদ থেকে জাতীয় পার্টির (জাপা) সব এমপিকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। আজ শনিবার রাজধানীর গোলাপবাগে আয়োজিত দলটির বিভাগীয় গণসমাবেশে তিনি এ আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘তারা (বিএনপির নেতা) আমাদের আহ্বান জানানোর কে? তারা তাদের রাজনীতি করে। আমরা কি তাদের রাজনীতি করি নাকি? বিএনপি কি ক্ষমতায় থাকতে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে? তারাও খারাপ ব্যবহার করেছে। আমরা আমাদের নিজস্ব রাজনীতি, নিজস্ব আন্দোলন, নিজস্ব ভাবনা ও কর্মসূচি আছে, সেটা নিয়ে আমরা চলি। তারা কী আহ্বান জানাল বা জানাল, তা আমাদের দেখার বিষয় না।’
সমাবেশ ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির চলমান রাজনীতির বিষয়ে চুন্নু বলেন, ‘বিএনপির সমাবেশে আওয়ামী লীগ যে ব্যারিকেড দিয়েছে—এটা ঠিক না। এটা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। বিএনপিও তারা যখন ক্ষমতায় এই একই কাজ করেছে। আরও বেশি করে করেছে। এই দুটো দলই একই রকম।’
তিনি আরও বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, আমরা রাজধানীর সায়েদাবাদে মিটিং করতেছিলাম, সেই স্টেজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, আওয়ামী লীগ তো এখনো স্টেজ পুড়ায়নি। কাজেই বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষমতার রাজনীতিতে খুব একটা পার্থক্য নাই। সংঘর্ষ, সংঘাত, সন্ত্রাস ও স্বেচ্চাচারীতা এসমস্ত ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি একই রকম। এ কারণে মানুষ এই দুই দলকে আর চায় না। মানুষ এখন পল্লীবন্ধু এরশাদের দল জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’
এর আগে আজ গোলাপবাগে বিএনপির সমাবেশে এসে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাতজন এমপি। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।