রাজধানীর মাজার রোডে সমাবেশ করছে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। আজ শনিবার শ্যামলী বাস কাউন্টারের সামনে তারা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, যুবলীগ সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলসহ অনেকেই বক্তব্য রেখেছেন।
সমাবেশে মঈনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াত যেতেও গাড়ি পোড়াবে ঘরে ফিরতেও পোড়াবে। তাই ওরা ঘরে না ঢোকা পর্যন্ত আমরা পাহারায় থাকব। কারণ বিএনপির অভ্যাস খারাপ, দোকানপাট খোলা দেখলেই হাত দেবে। সেজন্য জনগণের জানমালের রক্ষা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি ।’
এদিকে ঢাকা শহরে প্রত্যেকটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘বিএনপির দালালরা হুঁশিয়ার, সাবধান’- এসব নানা স্লোগান দিতে শোনা যায় তাদের।
বিএনপির সমাবেশে হামলা-ভাঙচুরের আশঙ্কায় রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা। তবে দুই-একটি বাস, ব্যক্তি গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।