বিতর্কিত অতীত, বলিউডের ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে এমনিতেই সানি লিওনকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। চলতি মাসের মাঝামাঝিতে সানি লিওনের বিরুদ্ধে নিজের ওয়েবসাইটের মাধ্যমে অশ্লীলতার প্রসার ঘটিয়ে ভারতীয় সংস্কৃতি ও সমাজ ধ্বংসের অভিযোগে অঞ্জলি পালান নামের এক গৃহবধূ এফআইআর দায়ের করলে জল আরও ঘোলা হয়। এতদিন চুপ থাকলেও, সম্প্রতি মুখ খুলেছেন সানি লিওন। এক বিবৃতিতে নিজের পক্ষেই সাফাই গেয়েছেন ‘এক পেহলি লীলা’খ্যাত ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী ও সাবেক পর্নো তারকা। সানির ওয়েবসাইটে আপত্তিকর কনটেন্ট থাকার অভিযোগে শুধু সানিই নন, যারা তার ওয়েবসাইটে অশ্লীল ভিডিও তোলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা চেয়ে সানি লিওনসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ডানপন্থি একটি রাজনৈতিক দলের সদস্য অঞ্জলি পালান। পুলিশও জানায়, সানির ওয়েবসাইটে আপত্তিকর কনটেন্ট পাওয়া গেছে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড কিংবা ১০ লাখ রুপি জরিমানা। সম্প্রতি নিজের পক্ষে সাফাই গেয়ে একটি বিবৃতি দেন তিনি। বিবৃতিতে সানি বলেন, ‘এখনো আমার আপত্তিকর যেসব ভিডিও ক্লিপ ছড়ানো হচ্ছে তার সঙ্গে আমার বর্তমান জীবনের কোনো সম্পৃক্ততা নেই। যুক্তরাষ্ট্রে যখন আমি পর্নো শিল্পের সঙ্গে জড়িত ছিলাম, তখনকার ভিডিও এগুলো।’