খন্দকার হাছিবুর রহমান
গাজীপুর অফিস: দীর্ঘদিন পর গাজীপুর জেলা বিএনপি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করেছে।
শনিবার(৩০ মে) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ওই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের মধ্যে ছিল, দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ।
গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের সাবেক এমপি ও বিএনপির
কেন্দ্রিয় নেতা হাসান উদ্দিন সরকার।
জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বি্এনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদী, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক গোলাপ, প্রচার সম্পাদক এড. মঞ্জুর মোর্শেদ প্রিন্স, ড.সহিদউজ্জামান,
প্রফেসর সিরাজুল হক মোল্লা প্রমূখ।