এবার ঘোষণা এলো পাইকারি পর্যায়ে বিদ্যুতের দামবৃদ্ধির। প্রায় ২০ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনবিইআরসি।
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৯ দশমিক ৯২ শতাংশ। ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই দাম ডিসেম্বর মাস থেকেই কার্যকর হবে।
তবে দাম বৃদ্ধির প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে না বলে জানায়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (২১ নভেম্বর) সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, এটি পুরোপুরি এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্ত। তবে আশ্বস্ত করলেন, এই মূল্যহার কার্যকর হবে না গ্রাহক পর্যায়ে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির প্রাইস অ্যাডজাস্ট করতে হচ্ছে।
এদিকে উদ্যোক্তারা জানান, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দামবৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে।