ঢাকা: আগামী ১৩ আগস্ট আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৮ মে) এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ।
আগামী ১২ জুলাই এ নির্বাচনের ভোটার তালিকা প্রকাশেরও আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ও সচিবকে এ ভোটার তালিকা প্রকাশ করতে হবে।
বার কাউন্সিলের নির্বাচনের দিন প্রথমে ধার্য করা হয়েছিল ২০ মে। ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে সদস্যদের আবেদনের প্রেক্ষিতে পরে ২৭ মে নির্বাচনের দিন নির্ধারিত হয়।
এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ২১ মে বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ওইদিনই এ আদেশ স্থগিত চেয়ে বার কাউন্সিল এবং তিন প্রার্থী আপিল আপিল আবেদন করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ গত ২৪ মে এ বিষয়ে শুনানি গ্রহণ করে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী আইনজীবী এ জে মোহাম্মদ আলী।