‘সিনেমার সুদিন ফিরছে।’ এমন কথা এখন প্রায় সবার মুখেই শোনা যাচ্ছে। দর্শক হলে যাচ্ছেন। ফলে খুশি প্রযোজক-পরিচালক-শিল্পী। চলতি বছর অনেক ভালো ভালো ছবি মুক্তি পেয়েছে। দর্শক ধরে রাখতে মুক্তির এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রতি মাসেই গুণী পরিচালক, অভিনয়শিল্পীদের ছবি আছে মুক্তির তালিকায়। সেই ধারাবাহিকতায় চলতি মাসে মুক্তির তালিকায় আছে জনপ্রিয় দুই অভিনেত্রীর তিনটি ছবি। ১১ নভেম্বর একইদিনে মুক্তি পাচ্ছে প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত দুটি সিনেমা। একটি ‘ভাঙন’, অন্যটি ‘দেশান্তর’। আর ১৮ নভেম্বর পর্দায় আসছেন জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। এই দিনে মুক্তি পাবে তার অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’।
‘ভাঙন’ পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। সিনেমার গল্পে দেখা যাবে একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে। এখানে আছে হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ নানা ধরনের মানুষ। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ৪ নভেম্বর। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ১১ নভেম্বর মুক্তির তারিখ নিশ্চিত করেছেন পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘কিছু জটিলতার কারণে মুক্তির তারিখ পেছানো হয়েছে। আশা করছি, ১১ নভেম্বর সিনেমাটি সারাদেশের ৩০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
একইদিনে মুক্তি পাবে মৌসুমী অভিনীত ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। দেশভাগের ওপর লেখা ‘দেশান্তর’ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে রয়েছেন আহমেদ রুবেল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান ও টাপুর। ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিন উপলক্ষে দেশান্তর সিনেমার একটি গান প্রকাশ করা হয়।
এ প্রসঙ্গে নির্মাতা সুজন বলেন, ‘মৌসুমীর জন্মদিনে সিনেমার একটি গান রিলিজ করছি। জন্মদিন উপলক্ষে দেশান্তর টিমের পক্ষ থেকে এটা তার বার্থডে গিফট।’
দুই সিনেমা মুক্তির খবরে উচ্ছ্বসিত মৌসুমী বলেন, ‘অনেক দিন পর প্রেক্ষাগৃহে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। তা-ও একইদিনে দুই সিনেমা। এটা আমার জন্য আনন্দের। দুটো ছবিই সরকারি অনুদানে নির্মিত এবং গল্প দুটো আমার কাছে অসাধারণ মনে হয়েছে। দর্শক সিনেমা দুটি ভীষণ উপভোগ করবেন।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতার জীবনীনির্ভর উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘বীরকন্যা প্রীতিলতা’। ছবিটি নির্মাণ করছেন নির্মাতা প্রদীপ ঘোষ। ১৮ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন চলছে প্রচারণা। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার প্রচার শুরু হয়।
প্রচারণার জন্য ইডেন মহিলা কলেজে গতকাল উপস্থিত হয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার প্রমুখ। ছবিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন তিশা। তিশা বলেন, ‘ইডেন কলেজে এই প্রথম আসার সুযোগ হলো। আর করোনার পর এভাবে এত মানুষের সামনেও প্রথম আসা। সবাইকে দেখে অনেক ভালো লাগছে। ‘বীরকন্যা প্রীতিলতা’ ইতিহাসনির্ভর ছবি। প্রীতিলতা প্রত্যেক নারীর অনুপ্রেরণা। এ থেকে অনেক কিছু শেখার আছে। আশা করি, সবাই ছবিটি হলে গিয়ে দেখবেন।’
নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘যেহেতু এটা ইতিহাসনির্ভর সিনেমা, আমরা চাই শিক্ষার্থীরাই বেশি দেখুক। সেজন্য আমরা হলগুলোর সঙ্গে আলাপ করছি, যেন অর্ধেক দামে শিক্ষার্থীরা টিকিট কিনতে পারেন। আমাদের ঘরে অর্থ না আসুক, সিনেমাটা অন্তত শিক্ষার্থীরা দেখুক।’
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। এর আগে প্রীতিলতার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়েছে ছবির প্রচার। আজ শুরু হয়েছে ঢাকা অংশের প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে গতকাল প্রকাশ হয় ‘বীরকন্যা প্রীতিলতা’ ছবির একটি গান। প্রদীপ ঘোষের কথায় এতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার।