সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ। পারফরমেন্সের বিচারে পাকিস্তানকে এগিয়ে রাখলেও নিজেদের সেরা ক্রিকেট খেলতে চায় সাকিব আল হাসানের দল। তবে তার আগে নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে নির্ধারিত হয়ে যেতে পারে টাইগারদের সেমিফাইনাল ভাগ্য। যদিও শ্রীরামের দাবি, এটাই বাংলাদেশের সেরা টি টোয়েন্টি বিশ্বকাপ। অ্যাডিলেড ওভালে সকাল দশটায় শুরু হবে ম্যাচ।
বাংলাদেশের অনুশীলনে জেমি সিডন্সের দুই ছেলে। একজনের স্বপ্ন ব্যাটার হবার অন্য জনের পেসার। নেটে ব্যাট-বলের উৎসব শেষে ফিল্ডিংয়ে মনোযোগী। সৌম্য-সোহানদের বল আটকানোর চেষ্টায় জুনিয়র সিডন্স জুটি।
পাকিস্তান ম্যাচ দিয়েই বিশ্বকাপে থামতে হতে পারে বাংলাদেশকে। যতটুকু যা অর্জন তাতেই ক্রিকেটারদের গর্বিত হওয়া উচিত বলে মনে করেন শ্রীধরন শ্রীরাম।
বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেন, বাংলাদেশের জন্য এটি সেরা আসর। এর আগে কখনো মূল পর্বে দুই জয় পায়নি। আমরা সেটা করতে পেরেছি। ছেলেরা নিজেদের নিয়ে গর্ব করতেই পারে।
তবে টি টোয়েন্টি সুলভ ক্রিকেটটা কি খেলতে পেরেছে বাংলাদেশ? পেরেছে কি সমর্থকদের মন ভরাতে? শ্রীরামের দাবি অস্ট্রেলিয়ার কন্ডিশনে বিস্ফোরক ব্যাটিং নয় বরং খেলতে হয় স্মার্ট ক্রিকেট।
বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, অস্ট্রেলিয়ায় বিস্ফোরক ব্যাটিং করার প্রয়োজন নেই। এখানে উইকেট আর কন্ডিশন বুঝে ব্যাটিং করতে হয়, দ্রুত মানিয়ে নেয়াটা জরুরি। আমাদের ভিন্ন কন্ডিশন আর পরিস্থিতিতে খেলাটা শিখতে হবে। টি টোয়েন্টি কোন নির্দিষ্ট ছকে খেলা যায় না।
পাকিস্তানের বিপক্ষ ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশ দলের। ঘণ্টা দুয়েক স্কিল ট্রেনিং সেরেছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি ও মেহেদি হাসান মিরাজরা।
ইনজুরি শঙ্কা উড়িয়ে প্রস্তুত লিটনও। যদি-কিন্তুর সমীকরণে না গিয়ে পাকিস্তানকে হারাতেই মাঠে নামতে চায় টাইগাররা। আর বাবরদের লক্ষ্যও অভিন্ন।
শ্রীধরন শ্রীরাম বলেন, পাকিস্তান অবশ্যই ভালো দল। কিছুদিন আগেই ওদের সঙ্গে খেলেছি। ওদের শক্তির জায়গা জানি ওরাও আমাদের সম্পর্কে জানে। ভালো ম্যাচ হবে, তবে আমরা ওদের হারানোর সামর্থ্য রাখি। যদিও সেমিফাইনাল পুরোপুরি আমাদের হাতে নেই।
পাকিস্তান ক্রিকেটার শান মাসুদ বলেন, পরিসংখ্যান দিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়। এ গ্রুপের শেষ বল পর্যন্ত আশা থাকবে। দলের সবাই ভালো ক্রিকেট খেলছে।
যদিও পরিসংখ্যানে পিছিয়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৭ টি-টোয়েন্টির মাত্র ২টিতে জিতেছে টাইগাররা।
অংক করতে নয়, খেলার জন্যই মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের কঠিন সমীকরণ ভুলে জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা।