বেনাপোল সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ মৃতদেহ

Slider গ্রাম বাংলা

index
বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে আবু সাইদ (২৭) নামে বাংলাদেশি এক গরু রাখালের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেষা বেনাপোলের অগ্রভুলোট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।

নিহত আবু সাইদ জেলার শার্শা উপজেলার রামপুর গ্রামের জামাত আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, সকালে পথচারীরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ থানায় খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তারা আরো জানান, ভোরে আবু সাইদসহ কয়েকজন রাখাল গরু আনার জন্য সীমান্তবর্তী ইছামতি নদীর পাড়ে অপেক্ষা করছিলেন। টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ধারণা করা হচ্ছে, এসময় বাকিরা পালিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আবু সাইদ। পরে বিএসএফ সদস্যরা তার মৃতদেহ বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে ফেলে রেখে যায়।

এদিকে, ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম  বলেন, এ ঘটনায় আমরা বিএসএফকে খবর দিয়ে পতাকা বৈঠকের আয়াজন করেছি। সেখানে যদি তারা গুলি করে হত্যার বিষয়টি স্বীকার করে, তাহলে তার প্রতিবাদ জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *