নিবন্ধনের জন্য ইসিতে আরও ৮০ দলের আবেদন

Slider জাতীয়


আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ৮০টিরও বেশি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশন (ইসি) তে আবেদন করেছে। এর মধ্যে রয়েছে নাম সর্বস্ব ভূঁইফোর কিছু দল।

রোববার (৩০ অক্টোবর) নিবন্ধন আবেদনের শেষ দিনে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য, নুরু হোসেন নুরুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদসহ আবেদন করেছে ২০টির মতো দল। নিবন্ধন আবেদনে পরিচিত কিছু দলের নাম থাকলেও আছে মুশকিল লীগ, ইত্যাদি পার্টি, বেকার সমাজসহ নাম সর্বস্ব অনেক দল।

তবে এবার বেশ আলোচনায় নতুন নামে জামায়াতের নিবন্ধনের বিষয়টি। এক্ষেত্রে কমিশন বলছে, কারসাজি করে ভিন্ন নামে আবেদন করলেও নিবন্ধনের সুযোগ কম।

এদিকে নির্বাচন কমিশন বলছে, এবার নতুন দলের নিবন্ধন দিতে বেশ কঠোর হবে কমিশন। শতভাগ শর্ত পূরণ না করলে বাতিল হবে আবেদন।
কমিশন সূত্রে জানা যায়, যাচাই বাছাইসহ সব প্রক্রিয়া শেষে নতুন দলগুলোর নিবন্ধন দেয়া হবে আগামী বছরের মার্চে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নতুন দল নিবন্ধন দিতে গত ২৯ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। পরে সময় বাড়ানো হয় আরো দুমাস।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৭ সালে সবশেষ রাজনৈতিক দলের নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। ওই সময় নির্বাচনে ৭৬টি দল আবেদন করলেও সবকটি আবেদনই বাতিল করে ইসি।

পরে আদালতের মাধ্যমে নিবন্ধন পায় দু’টি দল। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *