আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতিদিনই উঠা-নামা করছে স্বর্ণের দাম। এর মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২৫ অক্টোবর স্বর্ণের নতুন দাম নির্ধারন করা হয়। প্রতি ভরিতে কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাজুস। আরটিভি, সময় টিভি
নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে ১১০৮ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৮১৭ টাকা কমিয়ে ৫৪ হাজার ৩৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।