ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণির জন্মদিন ছিল সোমবার (২৪ অক্টোবর)। তার জন্মদিন মানেই জমকালো আয়োজন। এবারও ব্যতিক্রম ছিল না তার। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জীবনের বিশেষ দিনটি উদযাপনের আয়োজন করেন অভিনেত্রী। সেখানে বিনোদন অঙ্গন ও ইন্ডাস্ট্রির নানা তারকারাও উপস্থিত ছিলেন।
এবার জন্মদিন অন্যান্য বছরের থেকে একটু বেশিই বিশেষ ছিল। স্বামী-সন্তান ও নানাকে নিয়ে আয়োজন। অন্যান্য বার নানাকে নিয়ে কেক কাটতেন পরী। কিন্তু এবার আড়াই মাস বয়সী ছেলে শাহিম মুহাম্মদ রাজ্যকে নিয়ে কেক কাটেন অভিনেত্রী।
সোমবার (২৪ অক্টোবর) জন্মদিনের আনুষ্ঠানে জীবনভিত্তিক ফিল্ম ‘নতুন জন্মের গল্প’ প্রদর্শন করেন পরী। এটি নির্মাণ করেছেন রুদ্র হক। ফিল্মটি অনুষ্ঠানে আমন্ত্রিত সব অতিথিরা উপভোগ করেন।