ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়খালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং উপকূল অতিক্রম করে বৃষ্টি ঝরিয়ে ইতোমধ্যে লঘুচাপে পরিণত হয়েছে এবং মঙ্গলবার বিকেলের মধ্যে এটি আরও গুরুত্বহীন হয়ে পড়বে। ফলে আগামী কয়েকদিনে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এদিকে আগামী তিন দিনের পূর্বাভাসেও গরম বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে আবহাওয়া অধিদফতর জানায়, এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।