গাজীপুর: বিশ দলীয় জোটের টানা ৯৩ দিনের হরতাল ও অবরোধে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হলেও স্থগিত হয়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সমাপ্ত হল স্থগিত পুরস্কার বিতরণী পর্ব।
বৃহসপতিবার(২১ মে) সকাল থেকে দুুপুর পর্যন্ত গাজীপুর মহানগরের ছায়াবীথী এলাকায় প্রেসিডেন্সি স্কুল নিজ আঙ্গিনায় শেষ করে স্থগিত হওয়া অনুষ্ঠান।প্রেসিডেন্সি স্কুলের চেয়ারম্যান মাওলানা ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আনসার ভিডিপির এ্যাডজুট্যান্ট সাইফুর রহমান। প্রধান আলোচক ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো: আনোয়ার হোসেন, লাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মনির হোসেন।
প্রেসিডেন্সি স্কুলের হেড অব একাডেমী ডাঃ বোরহান উদ্দিন অরণ্যের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথ ছিলেন গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফা হোসেন আজাদ, চন্দ্র বিন্দু থিয়েটারের সহসভাপতি কে এইচ শাওন, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ঐতিহ্য সংরক্ষন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমান প্রমুখ।