জামিনে বের হয়ে ৭ বছর পলাতক থেকেও শেষরক্ষা হয়নি আবু সাঈদ শেখ নামে এক সন্ত্রাসীর।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে পাবনা জেলার আতাইকুলা এলাকা থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-৩।
গ্রেপ্তারে সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আবু সাঈদের গ্রামের বাড়ি পাবনার আতাইকুলা উপজেলার শ্রীপুর গ্রামে। বাবার নাম হামিদ শেখ।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আবু সাঈদ সর্বহারা পার্টির অস্ত্রধারী শীর্ষসন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তার, মাদকব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ২০১২ সালে আবু সাঈদ অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে দুই বছর সাজা ভোগের পর জামিনে বের হন। এরপর নিয়মিত কোর্টে হাজিরা না দেওয়ায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
তিনি আরও বলেন, জামিন থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন আবু সঈদ। তিনি ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।