এলিয়েনের আকার হবে ভাল্লুকের মতো!

Slider ফটো গ্যালারি বিচিত্র

Elen_01_466919348
ঢাকা: এলিয়েন নিয়ে গল্পকথার শেষ নেই। তবে শতাব্দী প্রাচীন এ অনিশ্চয়তার অন্ধকারে আলো দেখছেন বিজ্ঞানীরা।

পৃথিবীর সৌরমণ্ডলের বাইরে দূরের কোনো গ্রহে প্রাণের উপস্থিতি থাকার সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই আশাবাদী। তবে এলিয়েন যদি থেকে থাকে, তাহলে তারা দেখতে কেমন হবে এ নিয়েই পাওয়া গেছে নতুন তথ্য!

Elen_bg_593459342

খুব সম্ভবত এলিয়েনের আকার হবে ভাল্লুকের মতো। ওজন হবে প্রায় ৩শ’ থেকে সাড়ে ৩শ’ কেজি, বলছেন ইউনিভার্সিটি অব বার্সেলোনার এক মহাকাশতত্ত্ববিদ ফার্গাস সিম্পসন।

এ ধারণাকে আরও যৌক্তিকতা দিতে তিনি পরিসংখ্যানিক যুক্তি (স্ট্যাটিসটিক্যাল আর্গুমেন্ট) হাজির করেছেন। বায়েস উপপাদ্য ও বায়েসিয়ান স্ট্যাটিসটিক্সের উপর ভিত্তি করে তিনি দাঁড় করিয়েছেন তার যুক্তি। এ গাণিতিক পদ্ধতিতে সম্ভাব্যতার হিসেব থেকে ফলাফল দাঁড় করানো হয়।

এদিকে, সিম্পসনের গাণিতিক পরীক্ষা ভিনগ্রহে এলিয়েনের অস্তিত্ব নিয়ে নতুন পথ দেখালেও, বেশ কয়েকজন বিজ্ঞানির মত, তার পরিসংখ্যানিক অনুমানের কোনো সত্যতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *