নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

Slider জাতীয়


জাতীয় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলন (বিএনএলএম) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে অর্ধশতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান।

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ প্রধান সমস্যা জনগণের ভোটের অধিকার না থাকা। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন নিরেপক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে।

সংগঠনটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকার ও সদস্য সচিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এ বি এম রফিকুল হক তালুকদার রাজার নেতৃত্বে অর্ধশতাধিক আইনজীবী বুধবার বেলা সাড়ে ৩টায় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে সুপ্রিম কোর্ট বার ভবনে বিক্ষোভ করেন।

বিক্ষোভ সমাবেশে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা, আইনজীবী শাহ আহমেদ বাদল, ড. শামসুল আলম, এসএম খালেকুজ্জামান, শরিফ ইউ আহমেদ, আবদুল খালেক, জুলফিকার আলী জুনু, মো. মোস্তাক আহমেদ, সাফিউর রহমান, মনির হোসেন, হেমায়েত উদ্দিন বাদশা প্রমুখ।

সমাবেশে তৈমূর আলম খন্দকার বলেন, দেশে আজ প্রধান সমস্যা জনগণের ভোটের অধিকার নেই। দেশে চলছে এক নায়কতন্ত্র। গায়েবি মামলা দিয়ে বিরোধীদের দমন করা হচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বসে থাকতে পারে না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন নিরেপক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *