ভারতের কেদারনাথে ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। জানা যায়, ফাটা থেকে কেদারনাথগামী হেলিকপ্টারটি গুরু চাট্টির কাছে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারটি ভেঙে পড়েছে।
মনে করা হচ্ছে, পাহাড়ে অতিরিক্ত কুয়াশায় থাকার জন্যই দুর্ঘটনাটি ঘটে।
এখনও পর্যন্ত দুই পাইলট-সহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রশাসনের তরফে বলা হয়েছে, উদ্ধার কাজ চলছে।