টঙ্গীতে পরিত্যক্ত ভবনে কারখানায় অগ্নিকান্ড তদন্ত কমিটি গঠন

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

uvs140705-002(1)

ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: প্রায় দুই ঘন্টা জ্বলার পর এখনো টঙ্গীর চৈতী ভবনের আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে আসে নি। ভবনে ফাটল দেখা দেয়ায় পরিত্যক্ত ঘোষনার পরও কি ভাবে কারাখানা চলছিলো তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

টঙ্গীর সাতাইশ এলাকায় শনিবার বিকাল সাড়ে ৪টায় ৭তলা চেতী ভবনে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৬টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনার কথা বললেও এখনো আগুন নিভূ নিভূ জ্বলছে। অন্ধকারের কারণে আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিল্পনগরী টঙ্গীর সাতাইশ এলাকায় ৭তলা চৈতী ভবনের ৪র্থ তলায় কোরিয়ান মালিকানাধীন এস এস স্যুয়েটারে অগ্নিকান্ডের সূত্রপাত। এরপর আগুন ক্রমান্বয়ে ৫ম ও ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।

কারখানায় কর্মরত কিছু শ্রমিক জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে ৭ তলা ভবনের ৪র্থ তলায় হঠাৎ করে  কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ সময় কারখানার কর্মরত শ্রমিকরা তাড়াহুড়ো করে নীচে নেমে আসেন। খবর পেয়ে টঙ্গী,গাজীপুর  ও আশাশের ৭টি দমকল ইউনিট আগুন নিভানোর কাজে যোগ দেয়।

ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ৪র্থ তলায় ছিলো এস এস স্যুয়েটারের সূতার গোডাউন। আগুনে মজুত রাখা সকল সূত্রা পুঁড়ে গেছে। ৫ম ও ৬ষ্ঠ তলায় মেশিনপত্র ও পোষাক তৈরীর কাঁচামাল পুঁড়েছে। তবে ক্ষয়ক্ষতি পরিমান ও আগুন লাগার কারণ এখনো জানা যায় নি।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সেবাষ্টিন রেমা অগ্নিকান্ডের ঘটনায় ৫সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানিয়েছেন। আগামী ৭দিনের মধ্যে ওই কমিটি প্রতিবেদন দিবেন।
প্রসঙ্গত: বেশ কয়েকমাস পূর্বে চেতী ভবনে ফাটল দেখা দেয়। ভবনের কমপ্লেক্সে ফাটলের ঘটনার পর কর্তৃপক্ষ জোরপূর্বক শ্রমিকদের দিয়ে কাজ করাতে বাধ্য করেন।  এই খবর গনমাধ্যমে প্রকাশিত হলে গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে ভবন মালিককে ভবনটিতে সকল ধরনের বানিজ্যিক কর্যক্রম বন্ধ রাখতে  নির্দেশ দেয়া হয়। সরকারী নির্দেশনা অমান্য করে কিভাবে ওই ভবনে বানিজ্যিক কাজ চলছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এই ব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন জানান, বে-আইনীভাবে বানিজ্যিক কাজ চালিয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *