যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

Slider সারাবিশ্ব


যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার রাজধানী রেলিগে বৃহস্পতিবার বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

র‌েলিগের মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন বলেন, ওই এলাকার ন্যুজ রিভার গ্রিনওয়ের কাছে গুলি চালানোর এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি রেলিগ শহরের জন্য এটি একটি মর্মান্তিক ও দুঃখজনক দিন। আজ (স্থানীয় সময় বৃহস্পতিবার) বিকেল ৫টার পরপরই একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন, পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রেলিগ পুলিশ বিভাগ। তাদেরমধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

পরে পুলিশ বিভাগ টুইট করে জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

মেয়র বলেন, আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি গুরুতর আঘাত পাননি।

সংবাদ সম্মেলনে ব্যাল্ডউইন বলেন, আমাদের আরও কিছু করতে হবে। আমাদের অবশ্যই আমেরিকায় এই বর্বর সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে। আমাদের অনেক কিছু করার আছে, এবং আজ রাতে আমাদের শোক করার অনেক কিছু আছে।

গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রের একটি প্রধান সমস্যা। সেখানে শুধু চলতি বছরে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ গুলিতে মারা গেছে। এরমধ্যে অর্ধেকের বেশি লোক আত্মহত্যা করেছে।

এক মাস আগে দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর আত্মহত্যা করে ওই কিশোর। এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে ধারণা করছেন কিশোরের মা। পুলিশের দাবি, তারা কিশোরটির ফোনে শিক্ষিকার সঙ্গে তার ছবি খুঁজে পেয়েছে। এর জেরে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, এই সপ্তাহের শুরুতে সালেম জেলায় কিশোর সহপাঠীকে বিয়ে করার অভিযোগে ২০ বছর বয়সী এক গর্ভবতী কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *