ডেস্ক : বর্তমান ফুটবল বিশ্বে লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা ফুটবলার তা নিয়ে চর্চার শেষ নেই। সেরার আলোচনা নিয়ে বিতর্কে যেতে রাজি নন ইতালির ফুটবলার অ্যান্টোনিও কাসানো। তাই তিনি বলেছেন, ‘মেসি ও রোনালদো দু’জনই গ্রেট ফুটবলার। তাদের যদি টেনিসের সঙ্গে তুলনা করা হয় তবে মেসি রজার ফেদেরার আর রোনালদো রাফায়েল নাদালের মতো।’
৪ বার ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার জিতেছেন মেসি। আর প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এ পুরস্কার জিতেছেন ৩ বার। তবে চলতি মৌসুমে এরই মধ্যে লা লিগার শিরোপা ঘরে তুলেছে মেসির দল বার্সেলোনা। সুযোগ রয়েছে ট্রেবল জয়ের। বার্সা নিশ্চিত করেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রের ফাইনালও। মেসি পারফর্মের দ্যুতি ছড়িয়ে ক্লাবকে ফাইনালে উঠতে অবদান রেখেছেন।
মেসির এমন পারফর্মে মুগ্ধ কাসানো। আর্জেন্টাইনের প্রশংসা করে তাই তিনি বলেছেন, ‘ফুটবলের ইতিহাসে গ্রেট খেলোয়াড় মেসি। যদিও অনেকে ডিয়েগো ম্যারাডোনার কথা বলে। তবে আমার মনে হয়, এক্ষেত্রে সময়টা বিবেচেনা করে কথা বলা উচিৎ সবার।’