দুদকের মামলায় কারাগারে ‘বালুখেকো’ সেলিম খান

Slider বাংলার আদালত


জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় চাঁদপুরের বিতর্কিত ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মোঃ আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম বিষয়টি জানিয়েছেন।

জামিন শুনানির জন্য আজ বেলা ১১টায় সেলিম খান আদালতে হাজির হন। বিকেলে তার বিষয়ে শুনানি হয়।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার সেলিম খানকে কারাগারে পাঠাতে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সেলিম খানকে কারাগারে পাঠাতে আমরা আবেদন করেছিলাম। অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদন খারিজ করে সেলিম খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের সহকারী পরিচালক আতাউর রহমান ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করেন। এর আগের দিন সেলিম খানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছিল দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *