হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেওয়া বন্ধ

Slider তথ্যপ্রযুক্তি


হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার স্ক্রিনশট নেন অনেকেই। পরে স্ক্রিনশট প্রকাশ করে বিপদে ফেলেন তারা। এই সমস্যা সমাধানে সম্প্রতি ‘ভিউ ওয়ানস’ সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। ভিউ ওয়ানস সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো বার্তা একবার দেখলেই মুছে যায়।

তবে মুছে যাওয়ার আগে বার্তাগুলোর স্ক্রিনশট নেওয়া যায়। সমস্যা সমাধানে এবার ভিউ ওয়ানস বার্তার স্ক্রিনশট বন্ধে নতুন টুল চালু করছে হোয়াটসঅ্যাপ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা শক্তিশালী করতে এরই মধ্যে নতুন এ টুলসহ ‘২.২২.২২.৩’ বেটা সংস্করণ তৈরি করেছে হোয়াটসঅ্যাপ। শুধু তাই নয়, বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর টুলটির কার্যকারিতা পরখও শুরু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।

টুলটি চালু হলে হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ানস বার্তার স্ক্রিনশট নিতে গেলেই ‘ক্যান্ট টেক স্ক্রিনশটস ডিউ টু সিকিউরিটি পলিসি’ বার্তা দেখা যাবে। অন্য কোনো সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে স্ক্রিনশট নিলেও বার্তাগুলো কালো হয়ে যাবে। ফলে বার্তার তথ্য দেখা যাবে না।

উল্লেখ্য, মেটার মালিকানাধীন অপর ইনস্ট্যান্ট মেসেজিং সেবা মেসেঞ্জারে কোনো বার্তার স্ক্রিনশট নিলেই প্রেরককে সে তথ্য জানিয়ে দেয় ফেসবুক। ফলে বার্তা প্রেরকের কাছে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করলেও প্রেরককে জানানো হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *