সালাহউদ্দিনের সঙ্গে হাসিনার সাক্ষাৎ বিকাল ৫টায়

Slider জাতীয় রাজনীতি

1_81969

আজ সোমবার বিকাল ৫টায় ভারতের শিলংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তার স্ত্রী হাসিনা আহমেদ। এ ব্যাপারে অফিসিয়ালি সব ধরণের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, আজ আড়াইটার দিকে কলকাতা থেকে আকাশপথে গোহাটি যাবেন হাসিনা আহমেদ। সেখান থেকে জিপে চড়ে যাবেন শিলং। বিকাল ৪টার দিকে তার শিলং পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গতরাতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটযোগে ঢাকা ছাড়েন হাসিনা আহমেদ। সাড়ে ১১টায় তিনি কলকাতা বিমান বন্দরে পৌঁছান। এ সময় হাসিনা আহমেদের বোনজামাই মাহবুব কবির তার সঙ্গে ছিলেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে বলে বিভিন্ন সূত্র দাবি করলেও হাসপাতালের দায়িত্বরত ডাক্তাররা বলেছেন, তিনি সুস্থ আছেন। তার মানসিক অবস্থাও ভালো আছে।

প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর গত ১২ মে শিলংয়ে খোঁজ মেলে সালাহউদ্দিন আহমেদের। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় ও অবৈধ অনুপ্রবেশের কারণে মামলা হওয়ায় আপাতত সেখানেই অবস্থান করতে হচ্ছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *