আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই মূলপর্বে পা রাখছে বাংলাদেশ। যদিও ফাইনালে উঠেই বিশ্বকাপ নিশ্চিত করেছিলেন নিগার সুলতানারা। ফাইনালের মঞ্চে আয়ারল্যান্ডকে ৭ রানে হারায় টাইগ্রেসরা।
রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে। দলের হয়ে দারুণ ব্যাট করে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার ফারজানা হক। তিনি ৫৫ বলে ৭টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া ২১ রান করেন রুমানা আহমেদ। তবে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
আইরিশ বোলারদের মধ্যে ৩টি উইকেট পান লরা ডেলানি।
১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে। টেলএন্ডার ব্যাটার আরলেনে কেলি সর্বোচ্চ ২8 রান করে অপরাজিত থাকেন। ১৯ রান করেন ম্যারি ওয়াল্ডরন। শেষ অবধি ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করতে পারে আইরিশরা।
বাংলাদেশ বোলার রুমানা সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট দখল করেন সানজিদা আকতার মেঘলা, নাহিদা আকতার ও সোহেলি আকতার।