ব্লু ব্যান্ড কল, প্রজন্ম বাংলাদেশ এর পর তরুণদের নিয়ে মাহি বি. চৌধুরীর নতুন প্ল্যাটফর্ম ‘সিজিসি’ (সেন্টার ফর জেনারেশনাল চেঞ্জ)। বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী জানান, একটি সুন্দর ভবিষ্যত গড়ার জন্য রাজনীতিতে পুনরায় যুবসমাজকে সম্পৃক্ত করতে হবে। মনে রাখতে হবে যুবসমাজ জাতির জন্য বোঝা নয় বরং এক অমূল্য সম্পদ। সেই ভাবনা থেকেই যাত্রা শুরু সিজিসির। রবিবার বিকালে রাজধানীর লেকশোর হোটেলে ‘এ মুভমেন্ট ফর চেঞ্জ: দ্যা জার্নি কনটিনিউস’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) হেনরিক ভ্যান এ্যাশভ্যান ভিজক, ব্রিটিশ হাই কমিশনের হেড অফ পলিটিক্যাল এ্যাডরিন জোনস, আই আর আই-এর আবাসিক কান্ট্রি ডিরেক্টর দিমিটার স্টকভ্ সহ আরও অনেকে। সেমিনারে উপস্থিত সবাই তরুণদের নিয়ে মাহী বি চৌধুরীর উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মাহী বি চৌধুরীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মাহি তরুণদের নিয়ে যে কাজটি করার চেষ্টা করছেন অনেকদিন ধরে সেটি হচ্ছে আমাদের সবার জন্য ওয়েকআপ কল। অনেক হয়েছে এখন সময় এসেছে পরিবর্তনের। মাহির প্রতি আমার পরামর্শ থাকবে এই তরুণদের নিয়ে সামাজিক কার্যক্রম চালানোর। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার মাহি বি চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পরিবর্তনের কমিটমেন্ট নিয়ে মাহি তরুনদের নিয়ে যে পথে এগুচ্ছেন সেটা সত্যিই উৎসাহ ব্যাঞ্জক।