নারী ও শিশু নির্যাতন দমন মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে বিশ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিনা ইসলাম। রুবেল রোববার আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা মঞ্জুর করা হয়। এদিকে এই মামলা থেকে রুবেলকে অব্যাহতি দিয়ে দাখিল করা প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। সঠিকভাবে তদন্ত হয়নি উল্লেখ করে রোববার আদালতে নিজেই হাজির হয়ে এ নারাজি আবেদন করেন হ্যাপি। এ বিষয়ে ২০শে মে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
২০১৪ সালের ১৩ই ডিসেম্বর নাজনীন আক্তার হ্যাপি মিরপুর মডেল থানায় অভিযোগ করেন, ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন প্রলোভন দেখিয়ে রুবেল হ্যাপির ইচ্ছার বিরুদ্ধে দৈহিক সম্পর্ক স্থাপন করেন বলেও অভিযোগে বলা হয়।