চলতি মাসে (সেপ্টেম্বর) রাশিয়ার সেনাদের কাছ থেকে দুই হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার রাত্রিকালীন বক্তব্যে জেলেনস্কি বলেন, সক্রিয় কর্মপরিকল্পনার মধ্যে সেপ্টেম্বর মাসের শুরু থেকে আমাদের ২ হাজার বর্গ কিলোমিটার এলাকা ইতোমধ্যে মুক্ত করা হয়েছে। খারকিভ অঞ্চলে পার্থক্য সৃষ্টি করা এবং বালাকিলায় পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইউক্রেনীয় সেনাদের ধন্যবাদ প্রদান করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে রাশিয়া বালাকিলায় থেকে তাদের সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। সূত্র: সিএনএন