ঢাকা: করাচিতে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের বেপরোয়া গুলিতে নিহত হয়েছেন অন্তত ৪৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহুসংখ্যক লোক তাদের মধ্যে ২০ জনের্ অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে অন্তত ১৬ জন নারী বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বুধবার সকালে করাচির সফুরা চক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের বর্তমানে করাচির মেমন মেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হামলায় হতাহতরা শিয়া ইসমাইলি সম্প্রদায়ভুক্ত বলে জানা গেছে। সিন্ধু পুলিশের প্রধান গোলাম হায়দার জামালি বলেন, মোটর সাইকেল আরোহী ছয় বন্দুকধারী সফুরা চকে জোরপূর্বক বাসটি থামিয়ে নির্বিচারে গুলি চালানো শুরু করে।
পাকিস্তানে চলতি বছর শিয়া সম্প্রদায়ের ওপর এটি পঞ্চম হামলা। এর আগে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার এবং শিকারপুরে শিয়া সম্প্রদায়ের মসজিদ লক্ষ্য করে হামলা ও আত্মঘাতী চালানো হয়। এ সব হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৮ জন মানুষ।