ধীরে ধীরে কাটছে সংকট, কমছে ডলার-তেল-সোনার দাম

Slider অর্থ ও বাণিজ্য


ধীরে ধীরে কাটছে ডলার সংকট, খোলাবাজারে কমে আসছে ডলারের দাম। বিশ্ববাজারে কমতে শুরু করেছে সোনার দাম। এক মাস টানা দাম কমার পর গত এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম।

ডলার সংকট কাটাতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেয়া নানা পদক্ষেপে ডলারের দাম খোলাবাজারে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বর্তমানে রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে ডলার বেচাকেনা হচ্ছে ১০৮ থেকে ১০৯ টাকার মধ্যে।

চলতি মাসের শুরুতে ডলার সংকট তৈরি হওয়ায় গত ১১ আগস্ট খোলাবাজারে একপর্যায়ে ডলারের দাম উঠে গিয়েছিল ১২০ টাকার ওপরে। তবে গত সপ্তাহ থেকে ধীরে ধীরে কমতে শুরু করে ডলারের দাম। গত বুধবার (১৭ আগস্ট) ডলারের দাম নেমে আসে ১১০ টাকায়। অবশ্য বাংলাদেশ ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেনে ডলারের সর্বশেষ দাম ৯৫ টাকা দেখানো হচ্ছে।

এদিকে বিশ্ববাজারে কমতে শুরু করেছে সোনার দাম। সর্বশেষ রোববার (২১ আগস্ট) প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৪৬ ডলারে। এক সপ্তাহ আগেও এর দর উঠে গিয়েছিল প্রতি আউন্স ১ হাজার ৮০০ ডলারের ওপর।

এক মাস ধারাবাহিক পতনের পর গত এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক তেলের বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। তেলের দাম ওঠানামা করছে প্রতি ব্যারেল ৯০ ডলারের আশপাশে। বর্তমানে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুড বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ৯০ ডলারে। অপর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টক্রুড বিক্রি হচ্ছে ৯৬ ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *