রাজধানীর কেরানীগঞ্জে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার (১৯ আগস্ট) রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে রহিতপুরে বিসিক শিল্প নগরীর প্রাইম প্রিন্ট এন্ড প্যাকেজিং কারখানার নিচ তলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রহিতপুরে বিসিক শিল্প নগরীর প্রাইম প্রিন্ট এন্ড প্যাকেজিং কারখানার নিচ তলায় রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। প্লাস্টিক উপকরণ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে দোতলা বিল্ডিংজুড়ে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কারখানায় অবস্থানরত কয়েকজন শ্রমিক অগ্নিকাণ্ডের পরপরই বের হয়ে যাওয়ায় কোনো হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এ দিকে কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম নিয়ে প্রশ্ন ছিল ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৫ এর উপপরিচালক মো. হাফিজুর রহমানের। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আগ্নিকাণ্ডের এ ঘটনায় মেশিনারিজসহ প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।