ডেঙ্গু : এক দিনে আরো ৫৩ রোগী হাসপাতালে

Slider জাতীয়


দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি তিনজন দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৪৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৭৪ জন ঢাকার মধ্যে এবং ৭২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৯৮২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৬৯ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ৩ হাজার ১৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২ হাজার ৭০২ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৪৮৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬ জন প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *