গাজীপুর প্রতিনিধি: চলতি বছরের ডিসেম্বরে মধ্যে গাজীপুরের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
তিনি আজ দুপুরে গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে পরিদর্শনে এসে এসব কথা বলেন। তিনি জ্বালানী তেলের বৃদ্ধি প্রসঙ্গে বলেন ভাড়া বৃদ্ধির বিষয়ে আমার এখনও চিন্তা ভাবনা করিনি, অন্যন্যরা সমন্বয় করলেও তবে রেলের বিষয়ে আমরা চিস্তা ভাবনা করবো, এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেইনি। এর আগে তিনি টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেলের নির্মাণ কাজের অগ্রগতির কাজ পরিদর্শন করেন।
সরকার রেললাইন সম্প্রসারণে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার ফোর রেললাইন ও টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২কিলোমিটার ডাবল লাইনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে । এই প্রকল্পে মোট ব্যয় ধরা হযয়ছে ১৩ শো কোটি টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন রেল বিভাগের অতিরিক্ত মহাপরিচাল (অবকাঠাম) কামরুল আহসান, প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাসরিন পারভিনসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।