আমি চাই পেতে, তোমার ঐ আকাশ মন ছুঁতে,
সেই আকাশের একটি কোনে সন্ধ্যা তারা হতে।
বেলা শেষেই পরবে মনে আমায়,
আমার আলো খুজেঁ নিবে তোমায়।
তোমার আকাশ জুড়ে আছে, থাক হাজার তারা,
হতে চাই তোমার আকাশে একটাই ধ্রুবতারা।
তোমার ঐ আকাশ মনে থাকবো আধার রাত্রি বেলা,
আমাকে চিনে নিতে জানি তোমার ভুল হবেনা।
কারণ রাত্রি যতই গভীর হবে,
ভালবাসার আলো জ্বালাবো ঐ আকাশ মনে।
হাজার তারা নিভে যাক, তাতেই বা কি যায় আসে,
আমি থাকবো তোমার সুখ তারা হয়ে কাছে।
সূর্যের আলোয় যদি না পাও আমার দেখা,
ক্ষনিকের জন্য হলেও ভেবো না তুমি একা।
যখন বেলা শেষে উঠবো জ্বেলে,
দেখবে সব দুঃখ, কস্ট গেছে ধুয়ে।
আমি হবো তোমার ঐ আকাশ মনের ধ্রুবতারা,
যে যাই বলুক আমায়, সব নিন্দুকেরা।
আমি হবো তোমার আকাশের ধ্রুবতারা,
যদি তুমি না দাও বাধা।
এক আকাশে একটাই তারা,
আমিই হবো তোমার সেই আকাশের ধ্রুবতারা।