বরিশালে ঘোষণা ছাড়াই বাড়াল লঞ্চের ভাড়া

Slider অর্থ ও বাণিজ্য


জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে এবার ঘোষণা ছাড়াই বাড়ানো হয়েছে বরিশালে লঞ্চের ভাড়া। যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও বেড়েছে ভাড়া। এতে প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারসহ সবক্ষেত্রে।

জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে দক্ষিণের জনপদের কেন্দ্র বরিশালেও। সবচেয়ে বড় পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটে সব ধরনের সবজিতে কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।

জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাক ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে পণ্য পরিবহনে প্রভাব পড়েছে বলে জানান ট্রাক চালকরা।

এদিকে, ঘোষণা ছাড়াই বেড়েছে লঞ্চের ভাড়া। অভ্যন্তরীণ সব রুটে ৩০ থেকে ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে যাত্রীরা ক্ষুব্ধ। তবে লঞ্চ মালিকদের দাবি সরকার নির্ধারিত ভাড়াই নেয়া হচ্ছে।

অপরদিকে, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে থেকে প্রতিটি রুটের বাসের ভাড়া আগের চেয়ে কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা বেড়েছে। ভাড়া বেড়েছে গণপরিবহনেও। এতে বাগবিতণ্ডায় জড়াচ্ছেন যাত্রী ও চালক উভয়েই।

এর আগে ২০২১ সালের ৩ নভেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছিল৷ সবশেষ ৬ আগস্ট রাত ১২টার পর থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *