শপথ নিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নব নির্বাচিত তিন মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গত ২৮ এপ্রিল এই তিন সিটি করপোরেশনে নির্বাচন হয়। তবে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখল করে ভোট দেয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেন বিএনপির সমর্থিত প্রার্থীরা। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনের পরের দিন থেকে আনুমানিক ১০০ অভিযোগ জমা হয়েছে সংশ্লিষ্ট শাখায়। এর মধ্যে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের ফল পরিবর্তন, সুনির্দিষ্ট প্রমাণসহ অন্যান্য অভিযোগ রয়েছে। নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা মতে, অতীতে কমিশন নির্বাচনের ফল পরিবর্তনের অভিযোগ এলে তা আমলে নিয়ে গেজেট প্রকাশ স্থগিত রাখত। এরপর তদন্ত করে অথবা ভোট পুনরায় গণনা করে গেজেট প্রকাশ করত। সিটি করপোরেশন নির্বাচনী আইনেও এ ধরনের সুযোগ রয়েছে। কিন্তু কমিশন এবার ভোট প্রহণ শেষ হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে ৩০ এপ্রিল রাতে ঢাকা দক্ষিণের ৮, ৩৫ ও ৫৩ নম্বর ওয়ার্ড বাদ রেখে বাকিগুলোর গেজেট প্রকাশ করে। প্রকাশিত গেজেট অনুযায়ী আজ বিজয়ীরা শপথ নেন।