“সুপ্ত ফুল” —মুন্নি রুনা —-

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

11064735_346046602271153_7610497924424733019_n

তুমি যখন ডাকো, আমায় বলে পাখি।
আমি অবাক হয়ে, শুধুই ভাবি।
আছে কি তোমার, ঐ সুরেলা কন্ঠে।
একবার শুনলেই, সারাদিন বাজে সুর
প্রাণে।
যখনই শুনি ঐ কন্ঠ সুর, ভুলে যাই সর্ব দুঃখ।
মন বলে করিসনে ভুল, আর
আমি মনকে বলি দূর,
এ যে আমার প্রাণ মাঝে,
লুকিয়ে থাকা ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *