তুমি যখন ডাকো, আমায় বলে পাখি।
আমি অবাক হয়ে, শুধুই ভাবি।
আছে কি তোমার, ঐ সুরেলা কন্ঠে।
একবার শুনলেই, সারাদিন বাজে সুর
প্রাণে।
যখনই শুনি ঐ কন্ঠ সুর, ভুলে যাই সর্ব দুঃখ।
মন বলে করিসনে ভুল, আর
আমি মনকে বলি দূর,
এ যে আমার প্রাণ মাঝে,
লুকিয়ে থাকা ফুল।