দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরের ২১ জন।
এ নিয়ে চলতি বছর দেশে মোট ২ হাজার ৭৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
রোগীদের মধ্যে ৩৪৪ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৭ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৯৩ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ বছর এখন পর্যন্ত ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১-এ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।