লেবাননে সাবিনা ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে।
এর আগে, গত সোমবার জুনি জেলার জেসর মালাব সংলগ্ন একটি রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাবিনা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তার বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। বাবার নাম নূর ইসলাম।
জানা যায়, সাবিনা ইয়াসমিন জীবিকার তাগিদে ১২ বছর আগে লেবাননে আসে। জুনি জেলার জেসর মালাব সংলগ্ন একটি রুমে সোমবার সকালে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় এক বাংলাদেশি। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতে কেউ বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রুমে ফেলে রেখে যায়। এদিকে, তদন্তের স্বার্থে আটককৃত চার বাংলাদেশির পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।