রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকার ফিরতি টিকিট না পেয়ে রাজশাহী রেল স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে রেখে বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা।
বুধবার (২৭ জুলাই) বিকেল ৩টা থেকে ট্রেন আটকে দিয়ে এ আন্দোলন করছেন পরীক্ষার্থীরা।
আজিজুর রহমান নামে ভর্তিচ্ছুক এক পরীক্ষার্থী জানায়, আমরা ২/৩ দিন ধরে টিকেট খুঁজছি অনলাইনে। কিন্তু ২ মিনিটে সব টিকেট শেষ। আবার বাইরে দেখছি ৪০টা টিকেট বিক্রি করতেছে কালোবাজারে। আমাদের আরও পরীক্ষা আছে। আমরা কীভাবে যাব?
ভর্তিচ্ছুদের সাথে দফায় দফায় আলোচনার চেষ্টা করেও রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি রেল কর্তৃপক্ষ।