ভারতের কেরালা রাজ্যের একদল জেলে অ্যাম্বারগ্রিস নামে এক ধরনের বস্তু খুঁজে পেয়েছেন যা তিমির বমি নামে পরিচিত। এটি খুবই মূল্যবান বস্তু। যার আনুমানিক মূল্য ২৮ কোটি রুপি। পদার্থটি তৈরী হয় তিমির পেটে।
তিমির বমিটি রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজিতে (আরজিসিবি) নিয়ে যাওয়া হয়েছে। শহরের কাছাকাছি ভিঝিনজামের একদল জেলে অ্যাম্বারগ্রিসটি খুঁজে পান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জেলেরাই সাগরে ২৮ কেজি ৪০০ গ্রাম ওজনের অ্যাম্বারগ্রিসটি দেখতে পান। গত শুক্রবার সন্ধ্যায় তীরে নিয়ে এসে কোস্টাল পুলিশের কাছে সেটি হস্তান্তর করেন তারা।
কোস্টাল পুলিশ গতকাল শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানায়, বন বিভাগের কর্মকর্তারা এসে সেটি নিয়ে গেছেন।
অ্যাম্বারগ্রিস বা তিমির বমি একটি শক্ত পিচ্ছিল পিণ্ড। এটি তৈরি হয় স্পার্ম হোয়েলের (শুক্রাণু আকৃতির তিমি) পেটে।
তবে ভারতীয় আইনে অ্যাম্বারগ্রিস বিক্রি নিষিদ্ধ বলে জানা গেছে। স্পার্ম হোয়েল একটি বিপন্ন প্রজাতির তিমি। ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইনের অধীনে এই তিমির সুরক্ষা দেওয়া হয়েছে।