বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে এ ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান মানবজমিন অনলাইনকে জানান, বুধবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা জিয়াউর রহমানের মাজার ভাঙচুর করেছে। সকালে গিয়ে দেখা যায়, জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশের গোল চত্বরের ৯টি মার্বেল পাথরের প্লেট ভেঙে ফেলা হয়েছে। এরমধ্যে ৪টি প্লেট দুর্বৃত্তরা নিয়ে গেছে এবং ৫টি প্লেট ভেঙে ফেলে রেখেছে। মাজারের দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, তিনি সকাল ৬টায় এসে দেখেন প্লেটগুলো ভাঙ্গা। রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েেেছ তা দেখেননি তিনি। উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০শে মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। এরপর তার লাশ চন্দ্রিমা উদ্যানে ি সমাহিত করা হয়। ২০০২ সালের ডিসেম্বরে এই উদ্যানে জিয়ার সমাধি কমপ্লেক্স নির্মাণ করা হয় ।