ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বারে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) রাতে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
উত্তর-পূর্ব প্যারিসের পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে বারের টেরেসে বসে থাকা লোকজনদের ওপর গুলি চালায়। হামলার পরপরই ঘটনাস্থল থেকে সটকে পড়ে একজন।
এদিকে বন্দুক হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় মেয়র ফ্রাঁসোয়া ভগলিন বলেছেন, একটি ‘শিশা ক্যাফেতে’ গোলাগুলির এই ঘটনা ঘটেছে। সেখানকার গ্রাহকরা সন্দেহভাজনদের একজনকে আটক করতে সক্ষম হন।
এদিকে ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। পুড়ে ছাই হয়ে গেছে হাজার একর বনভূমি। ক্ষতিগ্রস্ত বিভিন্ন আবাসিক স্থাপনাও।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় আশপাশের কয়েকশ বাসিন্দাকে নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছুদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।