প্রশ্নপত্র ফাঁস রোধে এবারও পরীক্ষা চলাকালীন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সব কোচিং সেন্টার বন্ধের হুঁশিয়ারি
রোববার (১৭ জুলাই) সকালে সচিবালয়ে এক জরুরি ব্রিফিং ডেকে গণমাধ্যমকর্মীদের এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাগুলোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা ও নভেম্বরের শুরুতেই এইচএসসি পরীক্ষা শুরু হবে।
দীপু মনি সাংবাদিকদের জানান, বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের হাতে ২৪ জুলাইর মধ্যে বই পৌঁছে দেবে সরকার।
করোনা মহামারির কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা এবার ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।