কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয় ধসে গিয়ে ওই বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। ভারি বৃষ্টিপাতের ফলে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে। খবর আল জাজিরার।
কলম্বিয়ার তাপার্তো পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার (১৪ জুলাই) ভূমিধসের ঘটনাটি ঘটে। ঘটনার পরেই প্রথমে উদ্ধারে ছুটে যায় স্থানীয়রা। পরে দেশটির সামরিক বাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয়। সামাজিক যোগাযোগ মাদ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ডজনের বেশি মানুষ উদ্ধারে অংশ নিয়েছে। তাদের বেলচা নিয়ে কাটা গাছ এবং ধ্বংসস্তূপ সরাতে দেখা গেছে। পরে দুটি খনন যন্ত্র এনে উদ্ধার অভিযান চালানো হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় স্কুলের ক্যাফেটেরিয়ায় বিশ্রাম নিচ্ছিল শিক্ষার্থীরা। হঠাৎ ভূমিধসের শব্দে সবাই দ্রুত বের হয়ে যায় স্কুল ভবন থেকে। বেশিরভাগ শিশু অক্ষত অবস্থায় বের হতে পারলেও ছয় বছরের কম বয়সী তিন শিশু মাটিতে চাপা পড়ে। সেখানেই মারা যায় শিশুরা। ভবনের ধ্বংসস্তূপ খুঁড়ে দুই শিশুকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্কুলের একমাত্র শিক্ষক এলিয়ানা রিঙ্কোনস সাংবাদিকদের জানান, ভূমিধসের সময় সেখানে ২২ জন শিশু উপস্থিত ছিল। তিনি আরও বলেন, আমরা বিশ্রামে ছিলাম। সেসময় হঠাৎ আমরা খুব জোরে কিছু শুনতে পেলাম; আমরা সবাই [তাকাতে] ঘুরলাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সবাই দৌড়ে বেরিয়ে আসলাম। আমাদের মনে ছিলনা আমরা কোথায় দৌড়ে যাচ্ছি।
আন্দেস শহরের মেয়র কার্লোস অসোরিও বলেন, আমরা খুবই খারাপ একটা খবর পেয়েছি। তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে ১৭ শিশু বেরিয়ে আসতে পারায় তাদের জীবন রক্ষা পেয়েছে। এছাড়া শিক্ষক ও অভিভাবকরাও নিরাপদে বের হয়ে আসেন।
অ্যান্টিওকিয়ার সেক্রেটারি ফর টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট জুয়ান পাবলো লোপেজ বলেন, বিদ্যালয়টি যেখানে অবস্থিত সেখানে জল-স্যাচুরেটেড মাটি আলগা হয়ে গেছে।
বছরের এই সময়টায় কলম্বিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। এতে নানা সময়ে দেশটির পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসে দেশটিতে মৃত্যুর ঘটনাও নিয়মিত। কর্তৃপক্ষ জানিয়েছে, মেডেলিনের উপকণ্ঠে আরেকটি ভূমিধসে বৃহস্পতিবার (১৪ জুলাই) দুইজন নিহত হয়েছে।