বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র গতকাল একটি বিবৃতি প্রদান করেছেন। ভোটাররা যাতে স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার (ভোটোর অধিকার) প্রয়োগ করতে পারেন, সে ধরনের অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। নিচে বিবৃতিটি তুলে ধরা হলো:
ঢাকা ও চট্টগ্রামের মেয়র নির্বাচনে ভোটের আগে এমন কোন কর্মকা- যা বাংলাদেশে আরও সহিংসতা উস্কে দিতে পারে, তা থেকে অবশ্যই সব পক্ষকে বিরত থাকতে হবে। গতকাল ইউরোপীয় ইউনিয়নের ওই বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অনুকূল পরিবেশ তৈরির ব্যাপারে পদক্ষেপ আশা করছি। ভোটারদের অবশ্যই স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক পছন্দ বেছে নেয়ার (ভোট প্রয়োগ) সুযোগ করে দিতে হবে। বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উন্নয়নে সব রাজনৈতিক পক্ষের উচিত সহিংসতা অবসানে, উত্তেজনা প্রশমনে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ এবং গঠনমূলক আচরণ করা।