চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে আসা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্লিচিং পাউডারভর্তি ট্রাকটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আংশিকভাবে পুড়েছে আরও দুটি ট্রাক।
বুধবার (১৩ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে স্থলবন্দরের পানামা পোর্ট লিং লিমিটেডের ইয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। একটি ট্রাক পুরোপুরি পুড়ে গেছে। অন্য দুটি ট্রাক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণ করতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।