গাজীপুরে যানবাহনে ধীরগতি, রাত থেকে যানজট

Slider জাতীয়


ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে রাত থেকেই তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছে ঘরমুখী যাত্রীরা।

বৃহস্পতিবার (৭ জুলাই) পোশাক কারখানা ছুটি হওয়ায় বিপুলসংখ্যক মানুষ শুক্রবার (৮ জুলাই) সকালে অনেক যাত্রীকে জয়দেবপুর স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপে করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও কালিয়াকৈর হয়ে টাঙাইলের গোড়াই পর্যন্ত তীব্র যানজট রয়েছে।

পর্যাপ্ত গাড়ি না পেয়ে হাজার হাজার যাত্রী রাত থেকে দাঁড়িয়ে রয়েছেন। যারা গাড়ি পেয়েছে তারাও জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপে করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।

যাত্রীরা বলেন, সুযোগ বুঝে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছে।
হাসান উদ্দিন নামে এক যাত্রী বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ থেকে ট্রাকে রওনা হয়েছি। মাত্র গাজীপুর আসলাম। জানি না গাইবান্ধা কখন পৌঁছাব।

মতিন সরকার নামের অন্য এক যাত্রী বলেন, রাত ১১টায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে বের হয়েছি। কিন্তু সারা রাত পিকআপেই কেটে গেছে। চারদিকে শুধু মানুষ আর গাড়ি।

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন বলেন, শেষ কর্মদিবস ছিল গতকাল বৃহস্পতিবার। বিকেল থেকেই মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে যথাসাধ্য যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *