ঢাকা: দুই বছর বিরতির পর আগামী ৪ জুন থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় তথ্য-প্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য মেলায় থাকছে তিনটি সফ্ট এক্সপো, ই-গভার্নেন্স প্রদর্শনী, মোবাইলইনভেশন এক্সপো। এর পাশাপাশি প্রায় ৩০টির মতো সেমিনার এবং ১০টি টেকনিক্যাল সেশন, সিইও নাইট, অ্যাওয়ার্ড নাইট থাকবে চারদিনের আন্তর্জাতিক মেলায়। ৩০টির বেশি দেশ থেকে আইটি বিশেষজ্ঞরা এই সম্মেলনে যোগ দেবেন।
যৌথভাবে এই মেলার আয়োজন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফট্ওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। মেলার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে এ টু আই, অ্যামটব, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।
শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ এর ওপর একটি তথ্য চিত্র উপস্থাপন করেন বেসিস মহাসচিব এবং ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪এর প্রধান প্রকল্প কর্মকর্তা রাসেল টি আহমেদ।
বেসিস সভাপতি শামীম আহসান সভায় সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামালউদ্দিন আহমেদ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশফাক হুসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রাইভেট সেক্টরকে শক্তিশালী করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সেই ধারাবাহিকতায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে অনুষ্ঠিত হচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’। তিনি আরো উল্লেখ করেন, ডিজিটাল ওয়ার্ল্ড ইতিপূর্বে কেবলমাত্র সরকারের একক প্রচেষ্টায় আয়োজিত হলেও এবারই প্রথম একটা বাণিজ্য সংগঠন বেসিসের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হচ্ছে। ডিজিটাল ওয়ার্ল্ডের কার্যক্রম এবং সার্বিকভাবে এর পরিসর অন্য যেকোনো আইটি ইভেন্টের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এতে দেশী-বিদেশী খ্যাতনামা আইটি বিশেষজ্ঞ বক্তারা উপস্থিত থেকে বিভিন্ন সেমিনারে বক্তব্য রাখবেন।
বেসিস সভাপতি শামীম আহসান সভাপতির বক্তব্যে বলেন, বেসিস গত এক দশক ধরে প্রতি বছর বেসিস সফ্টএক্সপো আয়োজন করে আসছে। এবারে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের সাথে যৌথভাবে বড় পরিসরে আয়োজন করছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’। এ আয়োজনের মধ্যে সফ্টএক্সপো ছাড়াও থাকবে মোবাইল ইনোভেশন এক্সপো, ই-গভর্ণেন্স এক্সপো, ই-কমার্স জোন, বিপিও ফোরাম, ডেভেলপারস ফোরাম, আউটসোর্সিং ফোরাম ইত্যাদি।